শিরোনাম দেখে হয়ত মনে হতে পারে যে বিয়ার গ্রিলস নতুন কোনো প্রোগ্রাম শুরু করেছে । কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না ।
ছোট হওয়ার খাতিরে আমাদের অতি আদরে বাঁদর হয়ে যাওয়া
ছোট ভাই নিজেকে বিয়ার গ্রিলস
ভাবা শুরু করেছে । যেখানে এই বয়সের
পোলাপান নিজেকে সুপারম্যান ,
ব্যাটম্যান , স্পাইডারম্যান , আয়রনম্যান ভাবে ! বাড়ির ছোট
নবাব এক্ষেত্রে ব্যাতিক্রম(!) ।
সকালে উঠে দেখি জুনিয়র বিয়ার
গ্রিলস সাহেব কোথা থেকে যেন একগুচ্ছ
সবুজ ঘাঁস এনে ঘরের সোফায় বসে মনের
সুখে চিবাইতেছে ।
ভুঁরু
কুচকায়ে তাকালাম গ্রিলস সাহেবের
দিকে , আমার এরূপ অগ্নিদৃষ্টি সম্পূর্ন
অগ্রাহ্য করে আবার চিবানোর কাজে মন
দিল । চিবানোর সময় ওর চেহারায় কোন
ভাবান্তর দেখলাম
না উল্টা দেখে মনে হচ্ছিল যেন
সে ঘাঁস না , সুস্বাদু লেটুস পাতা চিবাইতেছে ।
এখনও পর্যন্ত একটু রক্ষা যে জনাব গ্রিলস
সাহেবের খাদ্যাভ্যাস শুধু ঘাঁস
পাতা দিয়ে ডেজার্ট হিসাবেই
সীমাবদ্ধ আছে । গ্রিলস সাহেব
যদি এখন নিরামিষ
থেকে রুচি পরিবর্তন করে আমিষের
দিকে ঝুঁকেন তাহলে আর রক্ষা নেই কারন
বাসায় ইঁদুর , টিকটিকি আর তেলাপোকার
অবাধ বিচরণ সারা ঘরময় । জুনিয়র গ্রিলস সাহেব
আমিষ খাওয়া শুরু করলে আমার শ্রদ্ধেয়
বাপজান নির্ঘাত গ্রিলস
সাহেবকে বনবাসে পাঠাবেন বাস্তব
অভিজ্ঞতা অর্জন করতে আর আমার
কপালে কি যে জুটবে তা আর নাই বা বললাম. . . . . . . !! কারন জুনিয়র
গ্রিলস
সাহেবকে ডিসকভারি চ্যানেলের MAN
vs WILD দেখানোর মত গুরুঅপরাধ যে একান্তই আমার ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।