আমি একজন অরাজনীতিবিদ
আমার প্রফেসর কয়দিন আগে আমারে তিনটা বিয়ার দিছিল। তিনটাই নাকি হালাল বিয়ার, এলকোহল হইছে ০.০০%। জাপানের কিরিন বিয়ার কোম্পানি এই নতুন বিয়ার আবিস্কার করছে। আমি একটা খুইলা খাইলাম, পুরাই বিয়ারের স্বাদ, কিন্তু এলকোহল নাই!
তাইলে এইটা কি আসলেই হালাল? ঈমানদাররা কি বলেন? এই বিয়ার খাইলে কি নতুন কইরা ওযু করতে হইবে? ঈমাম সাহেব কি এই বিয়ার খাইয়া সাথে সাথে নামাজ পাড়াইতে পারবে? আসন্ন রমজানে এই বিয়ার দিয়া ইফতারি করা কি জায়েয হবে?
আমার মনে হয় এইটা আমাদের দেশে হেভি চলবে!
চিন্তা করতাছি দেশে একটা হালাল বিয়ারের ফ্যক্টরি খুলুম, ব্যবসাটা মনে লয় খারাপ হইব না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।