আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয় ব্লগার স্নিগ্ধ শোভনের জন্মদিনে হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা।

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই।

প্রিয় লেখক হুমায়ূন আহমেদ'র শুভ জন্মদিন আজ। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। জনপ্রিয় ব্লগার স্নিগ্ধ শোভনের জন্মদিনও আজ, তার প্রতি হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা রইল। তাকে নিয়ে কয়েকটা লাইন লিখতে চেষ্টা করলাম......... আমাদের শোভন নয় কোন বেগুন খাটো বেটে নয় সে যেন গাছ একখানা সেগুন... হৃদয় যেন তার সারি একখানা কাঠ গাধার মত কাজ করে নেয় সে, সেই রকম পাট..... ................... ..................... (আরো কিছু হবে কিন্তু মনে আসছে না.. সুতরাং একলাফে শেষ চলে গেলাম) বুক ভরা আছে তার ভলোবাসা বাঁধা... যেন সে কৃষ্ণ, খুজে পাক রাঁধা....!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।