আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগের তিন কর্মী আটক

সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু্ই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল ভোর রাতে আফতাব আলী কালা মিয়ার পক্ষের আওয়ামী লীগ কর্মী রজাক আলী (৭০), আনা মিয়া (৩০) ও খছা মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া ও আওয়ামী লীগ কর্মী আবদুল আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে কোম্পানিগঞ্জ গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে হরমুজ আলী (৬০) ও একই গ্রামের মৃত আবদুল্লাহর ছেলে নূরুল আমিন (৩০) নিহত এবং অন্তত ২৫ জন আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখনো থানায় এজাহার দেয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি বলেন, পাথর উত্তোলনে ব্যবহৃত যন্ত্রে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.