আমাদের কথা খুঁজে নিন

   

এ যুগের ছেলে মেয়েরা সব উচ্ছন্নে যাচ্ছে , সমাজ নস্ট হয়ে যাচ্ছে । ধিক এই দেশের তরুন সমাজকে

হতেও পারে এক শ্রেনীর লোক আছে , যারা সারা জীবন বিদেশে থেকে , শেষ বয়সে কবরের টানে আবার দেশে ফেরত এসে খুব বড় বড় কথা বলে । তাদের কথার ধরন কিছুটা এরকম “আমি বিদেশে দেখেছি ,ওরা কত উন্নত , ওরা হেন করে তেন করে , অথচ এই দেশটা কত পিছিয়ে আছে । তোমরা যারা যুবক তাদের উচিত এই দেশের জন্য কিছু করা , অথচ তোমরা কিছু করছোনা , তোমরা নস্ট হয়ে যাচ্ছো” তখন খুব বলতে ইচ্ছে করে “যদি আপনি বুঝে থাকেন যে , যুবকরাই দেশ ও সমাজকে পরিবর্তন করতে পারে , তাহলে আপনি যৌবনকালে কি করলেন ? এই দেশপ্রেম কই ছিলো তখন , সারা জীবন অন্য ধান্দা করে ,এই শেষ সময়ে কবরের টানে দেশে এসে এত দেশপ্রেম দেখানো আপনার মানায় না” আবার এক শ্রেনীর মুরুব্বি আছে , ভয়ানক দেশপ্রেমিক, তাদের অভিযোগ কিছুটা এরকম “এ যুগের ছেলেমেয়েরা সব নস্ট হয়ে যাচ্ছে , সারাদিন নাচ গান , দেশ সমাজ নিয়ে এদের কোন চিন্তা নেই , তোমরা দেশটা ধ্বংস করে ফেলছো ”। তখন তাদের বলা দরকার “এখন যারা তরুন তারা বড় হইছে ,অর্থহীন রাজনৈতিক সংঘাত এবং মারামারি দেখে , একটু বড় হয়েই বুঝতে পারছে , এই দেশে দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় নীতি , এইরকম একটা সমাজে বেড়ে ওঠা ছেলেদের দিয়ে আপনি কি প্রত্যাশা করতে পারেন ? দেশের বারোটা যদি বেজেই থাকে , সেজন্য আপনারাই দায়ী , তরুনদের উপর দোষ চাপানোর কোন অধিকার আপনাদের নেই ” আজকে উপরে যে কথাগুলো লিখলাম , সেই কথাগুলো একজনকে বলতে খুব ইচ্ছে করছিলো , কিন্তু পারি নাই , তাই ক্ষোভ থেকে লিখলাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।