প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী দেশে চলছে গনহত্যা কিংবা সহিংসতা, যেটাই হোক না কেন, মূলকথা হল প্রাণহানি হচ্ছে অনেক মানুষের কিংবা অমানুষের, এবং এই মৃত্যুগুলো বিচার বহির্ভূত। যা আমাদের কাম্য নয়।
কিছু কিছু মিডিয়ারে বলছে জামাত শিবিরের হামলায় মারা যাচ্ছে পুলিশসহ সাধারন মানুষ।
আবার কিছু কিছু মিডিয়া বলছে পুলিশি হামলায় মারা যাচ্ছে জামাত শিবিরসহ সাধারন পথচারী।
লক্ষ করে দেখবেন দুটি দলের অভিযোগেই রয়েছে নিষ্পাপ কিছু সাধারণ পথচারী। এই সাধারণ মানুষ কি অন্যায় করেছে? বাংলায় জন্মগ্রহণ করেছে এটাই কি তার অন্যায়? আর এই অন্যায়ের শাস্তিই কি মৃত্যুদণ্ড?
রাজনীতিবিদের খেয়াল রাখা উচিত যে আপনাদের দলীয় কর্মীর চাইতে এই বাংলায় সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি, মনে রাখা উচিত শুধু দলীয় কর্মীদের ভোটে আপনারা কোনদিন নির্বাচিত হতে পারবেন না। বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে গাঁথুন, শহীদ জিয়ার উৎপাদনমুখী বাংলার স্বপ্ন হরিয়ে যেতে দিবেন না।
মনে রাখবেন প্রথমদিকে মিডিয়ার কল্যাণে সারাদেশের মানুষ জানতে পারছিল আস্থিরতার খবরগুলো, কিন্তু আজ সহিংসতা পদ্মা মেঘনা যমুনা পাড়ি দিয়ে যখন বাংলার ৬৪ জেলায় পৌঁছে গেছে, তখন বাংলার ৮৭ হাজার গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়েছে সত্য।
মিডিয়ার শক্তিও হ্রাস পেয়েছে।
আমাদের শান্তি প্রয়োজন, স্থিতিশীল রাজনৈতিক অবস্থা না থাকলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে।
বিদেশী ক্রেতাগন আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভারত চলে যাচ্ছে।
আমারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছি, যেমনটি পঙ্গু হয়েছিলাম পাকিস্তানীদের আক্রমনে ৭১ রে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।