আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
ক্যাচালবাজ ব্লগার বন্ধুরা দুরে থাকুন..... এই বাকশাল সেই বাকশাল নয় এই বাকশাল আমার বাক্তিগত বাকশাল। সাত সকালে মনের সুখে ঘুমাচ্ছিলাম, একটা বিরক্তিকর কল। বিগত ৪-৫ বছর ধরে সকাল বেলার এই অত্যাচার সয্য করে আসছি ।
আর সয্য হয়না একটা পেত্নি ফোন করেছে। প্রিয় পাঠক একটু অপেক্ষা করুন.... ফোনালাপটা শেষ করি।
আমি: কিরে পেত্নি.......এই সাত সকালে জ্বালাচ্ছিস কেন ?
পেত্নি: ও...ই ছেমড়া তোরে না কইছি আমারে পেত্নি কইবি না..!!
আমি: ছড়ি....পেত্নি, এখন থেইক্যা তোরে মটকু পেত্নি ডাকুম.... কি খুশি..?
পেত্নি: তোর কাছে আমার কল দেওয়াটাই ভুল হইছে.... আজকের সকালটা..ই মাটি হল। আমি না ডাকলে তুই তো তোর অফিস মিস করতি...বসের ঝাড়ি খাইতি.....এই কান ধরলাম....আর তোর কাছে ফোন করব না.... তুই জাহান্নামে যা..... তাতে আমার কী??
আমি: আলহামদুল্লিলাহ্ ..... এতদিন পর তোর সুবুদ্ধি হল। তুই ফোন না করলে আমি যে কি শান্তিতে থাকব..... আহ্....... ভাবতেই মনটা ভরে যাচ্ছে..........
পেত্নি: তোর শান্তির গুষ্টি কিলাই........ তোর জীবন টা আমি ছারখার করব... তোর ঘাড় না মটকানো পর্যন্ত আমি তোকে ছারছি না।
আজকেই খালাম্মাকে কল দেব
আমি: দে....দে.... এখনই কল দে...... কল দিয়ে কোন লাভ নাই... আব্বু আমার জন্য মেয়ে দেখা শুরু করেছে... তার একটা বন্ধুর মেয়েকে না কি তার খুব পছন্দ হইছে.... আর মেয়েটা নাকি খুবই সুন্দর....
পেত্নি: কি ????? মেয়ে দেখতেছে..... তুই আব্বুকে আমার কথা বলিস নাই.......
আমি: বলেছি তো........
পেত্নি: কি বরেছিস....???
আমি: বলেছি..... তুই আমার খুব ভাল বন্ধু.........আমার খুব কেয়ার নিস।
এ ছাড়া আর কি বলার আছে বল....? আর তোর সাথে তো চুক্তিই ছিল যে, যত দিন আমার বিয়ে হয়নি তুই আমার কেয়ার টেকার হয়ে থাকবি। নতুন সরকার (বউ) আসলে ক্ষমতা হস্তান্তর করে তুই বিদায় নিবি...
পেত্নি: এই দামড়া ছেমড়া.... তোর বিয়ের সখ আমি মিটাচ্ছি...হতচ্ছড়া কোথাকার.....বাকশালের নাম শুনছস...? প্রয়োজনে তোর আম্মু-আব্বুর সাথে গোলামীর চুক্তি করুম....তোরে অবৈধ ট্রানজিট দিব.... তারপর তোর ঘরে বাকশালী কায়দায়....একনায়কতন্ত্র কায়েম করব..... আজীবন তোরে আঁচলে বেঁধে রাখব।
আমি: অবৈধ ট্রানজিট দিবি.........???
পেত্নি: ও........রে আমার পিতলাঘুঘু সোনার চাঁন......অবৈধ ট্রানজিট নিবি ?? আগে লোকজন ডেকে তিন বার কবুল বলে আজীবনের জন্য চুক্তি কর।
আমি: আইচ্ছা........ ট্রানজিট না দিবি, না দে, কোন সমস্যা নাই কিন্তু ট্রানজিটের জন্য জরীপ করতে দিবি........??
পেত্নি: বেয়াদ্দপ ছেমড়া ফোন রাখ......... (ঘ্যাচ্যাং....)
মন তো আর মানে না... আর কত দিন আমার পেত্নির বাকশালের অপেক্ষা করব? মন চাচ্ছে... সেনা অভু্যত্থান ঘটিয়ে এক দিনেই আমার পেত্নিকে দখল করি......
[বি:দ্রি: ওই পেত্নিই আব্বুর বন্ধুর মেয়ে ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।