আমাদের কথা খুঁজে নিন

   

৫,০০০ টাকার অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, ফটো এডিটিং ট্রেনিং!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz IT institute' Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd
BLACK iz IT institute, BLACK iz IT এর একটি অংগ প্রতিষ্ঠান। BLACK iz IT institute একটি ব্যতিক্রম ধর্মি শিক্ষা প্রতিষ্ঠান। BLACK iz IT institute সম্পূর্ণ জনকল্যান মূলক আইটি প্রশিক্ষণ কেন্দ্র। BLACK iz IT institute-এর অ্যাডভান্স এসইও ট্রেনিং টি সম্পূর্ণ ফ্রিতে (শুধুমাত্র এই মাসের জন্যে এবং কিছু শর্ত সাপেক্ষে করার সুযোগ দেওয়া হবে)।

সাধারনত আমাদের অ্যাডভান্স এসইও ট্রেনিংটির কোর্স ফি ৫,০০০ টাকা এবং রেজিস্ট্রেসন ফি ১,০০০ টাকা। শুধুমাত্র এ মাসের জন্য আমাদের অ্যাডভান্স এসইও ট্রেনিং-এ যে কেউ শুধুমাত্র রেজিস্ট্রেসন ফি প্রদান করে (১,০০০ টাকার মাধ্যমে) অংশগ্রহন করতে পারে (শর্ত সাপেক্ষে)। এসইও ট্রেনিংতে অংশগ্রহণ করতে যে কেউ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারে। সফল রেজিস্ট্রেশন এর পর SMS এর মাধ্যমে ১২ ঘন্টার মধ্যে আবেদনকারী কে জানিয়ে দেওয়া হবে।
বলার অপেক্ষা রাখে না ফ্রীল্যান্সিং ক্যারিয়ারের অন্যতম হাতিয়ার হচ্ছে এসইও।

দিন দিন বাংলাদেশের তরুণরা ফ্রীল্যান্সিং এর দিকে ঝুকছেন। এর ফলে দেশে প্রতি বছর কোটি কোটি টাকা রেমিটেন্স প্রবেশ করছে। দেশ এগিয়ে যাচ্ছে। BLACK iz IT Institute-এ অ্যাডভান্স এসইও ট্রেনিংটির পাশাপাশি রয়েছে অন্যান্য আরও কিছু ফ্রীল্যান্সিং ট্রেনিং রয়েছে, যার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটিয়ে আমরাও চাই গর্বিত ফ্রিল্যান্সিং এ সফলতার একটি বিশাল অংশীদার হতে। বর্তমানে BLACK iz IT Institute-এর চারটি ট্রেনিং বিশেষ মূল্য ছাড়ে ভর্তি চলছে।

শুধুমাত্র প্রথম দুটি ব্যচের জন্যেই এই অফারটি প্রযোজ্য।

একদম সহজ ভাষায় এসইও এর অপর নাম হচ্ছে অনলাইনে কোন প্রোডাক্ট, সাইট কিংবা তথ্যের প্রচার বৃদ্ধি করা। আর SEO হচ্ছে Search engine Optimization এর সংক্ষিপ্ত রুপ। তবে এই অনলাইন প্রচারটি যখন কিছু টেকনিক এবং নির্দিষ্ট নিয়মের মাধ্যমে করা হয়, তখন এর ভাল ফলাফল পাওয়া যায়। "keyword" উপর base করে ভিবিন্ন সার্চ ইঞ্জিনের rules, regulation অনুসরণ করে একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিয়ে আসার পক্রিয়া কেই এসইও (Search engine Optimization) বলে।

"
বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে (odesk.com, freelancer.com ইত্যাদি)ভিজিট করলে দেখা যায়, এসইওর কাজ সবচাইতে বেশি। আর এসইও এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে তা আমাদের সকলেরই কম বেশী জানা আছে। আরও মজার হচ্ছে অনলাইন জুরে শুধুমাত্র SEO এর কাজই ৬৫% থেকে ৭০%। বাংলাদেশে বা লোকাল মার্কেটেও রয়েছে এসইও অ্যাডভাইজারের এর চাহিদা। শুধু তাই নয় এই চাহিদা দিগুন-তিনগুন আকারে বারছে।

বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা অদৃশ্য লড়াই। গুগুলে বা অন্নান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিজের সাইট কে উঠিয়ে আনার লড়াই। আর এই লড়াই এ জিততে প্রতিটি সাইটের মালিক নিজে অথবা এক বা একাধিক এসইও অ্যাডভান্স এর মাধ্যমে প্রতিনিয়তই এসইও করে যাচ্ছে।

ইচ্ছা এবং চেষ্টা থাকলে আপনিও হয়ে উঠতে পারেন একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা SEO এক্সপার্ট ।

SEO এক্সপার্ট হবার জন্য আপনার কোন বিষয়ের উপর অভিজ্ঞতা থাকার দরকার নেই । তবে অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং এর জ্ঞ্যান থাকতে হবে। শুধুই প্রয়োজন গাইড লাইন আর ধারাবাহিক প্রচেস্টা।
এছাড়াও Pyramid Linking, Cloude SEO, Spider Link এবং WEB 2.0 সহ এসইও এর প্রায় সকল অত্যাধুনিক টেকনিকতো থাকছেই।

বইঃ SEO এর উপর লিখা আমাদের নিজেদের একটি বই "Advanced Web Matrices, the art of SEO"।

(মুল্য ১২০টাকা) ভিডিও ডিভিডিঃ ভিবিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা আমাদের ১০০+ ভিডিও এবং সকল ভিডিও সম্পুর্ন বাংলা ভাষায়। এতে আরও রয়েছে SEO এর শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় এবং প্রত্যেকটি কাজই হাতে কলমে করে দেখানো হয়েছে। (মুল্যঃ ১০০টাকা) অন্নান্যঃ প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল। প্রয়োজনীয় সকল সফটওয়্যার এবং কিছু বাংলা পিডিএফ বই।
উপরের সকল সুবিধা গুলো কিছু ক্ষেত্রে সীমিত, শুধুমাত্র ১ম ৩০ জন অংশগ্রহণকারীর জন্য বইটি এবং ভিডিও টিউটরিয়ালগুলো সম্পুর্ন ফ্রি তে দেয়া হবে।


আমাদের এসইও ট্রেনিংটির ফী ৫,০০০ টাকা এবং রেজস্ট্রেসন ফী ১,০০০ টাকা। বর্তমানে আমরা আমাদের এসইও ট্রেনিংটি দু-মাসের জন্য ফ্রি করা হয়েছে। অর্থাৎ যে কেঊ মাত্র ১,০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে এসইও অ্যাডভান্স ট্রেনিংটিতে অংশগ্রহন করতে পারে। প্রত্যেক কে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল রেজিস্ট্রেশন এর ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে সময়, স্থান, ট্রেনিং শিডিউল সহ সকল তথ্য জানান হবে। প্রথম দিন ক্লাশে অংশগ্রহনের সময় ১,০০০ রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহন করতে হবে।


যারা শুধুমাত্র ১,০০০ টাকা'র মাধ্যমে আমাদের অ্যাডভান্স এসইও ট্রেনিং তে অংশগ্রহন করবেন তাদের প্রত্যেককেই আমাদের নির্দিস্ট কাজ করে দিতে হবে। অর্থাৎ আমাদের কিছু লাইভ এসইও প্রজেক্টে এ সহায়তা করতে হবে।
সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের চাহিদার পাশাপাশি পেশা, কাজের ক্ষেত্র পরিবর্তন হচ্ছে দিন দিন। পেশাগত ক্ষেত্রে প্রফেসনাল ওয়েব ডিজাইনারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে অসম্ভব আঁকারে । বর্তমান যুগের অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডিজাইনিং।

ওয়েব দুনিয়ায় লক্ষ লক্ষ ওয়েবসাইট এবং নানান রকম ডিজাইনের মাধ্যমেই নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে প্রফেশনাল ওয়েব ডিজাইনাররা। কর্মক্ষেত্রে আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। তবে আপনি আমাদের BLACK iz ওয়েব ডিজাইনিং ট্রেনিং-এ স্বাগতম! (ক্লিক করে অনলাইনে রেজিস্টার করুন!)

একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র প্রস্নটার সাথে আরেকটা প্রস্ন জুরে দিলেই স্পস্ট ভাবে বুঝা যাবে এর কাজের ক্ষেত্র বর্তমানে কতাটা ব্যাপক। প্রশ্নটা হচ্ছে "বর্তমানের এই যুগে কোন কোন প্রতিষ্ঠানের ওয়েব-সাইটের এর প্রয়জন নেই?" উত্তর খুবই সহজ এমন দু-একটা প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করা সত্যিই কঠিন, যাদের নিজস্ব ওয়েব-সাইটের এর প্রয়জন নেই।

ফলে সাধারণভাবেই বুঝা যাচ্ছে ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র আজ আমাদের দেশে কতটা বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে।

আমরা প্রতি দু’মাস পর পরই নতুন ব্যাচ শুরু করি। ট্রেনিং-এর মোট সময় তিন মাস দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ। মোট প্রশিক্ষন ফি: ট্রেনিং ফি ৭,০০০ টাকা এবং ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি ।

"BLACK iz প্রফেশনাল ওয়েব ডিজাইনার" ট্রেনিংটিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যাক্তিদের অনালাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি সহ মোট ৮,০০০ টাকা। এককালীন যারা ৮,০০০ টাকা না দিতে পারবে তাদের জন্য তিন ইন্সটল মেন্টে দেওয়ার সুবিধা দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৪,০০০ টাকা এবং পরবর্তি দুই মাসে ২,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা দিতে হবে।
BLACK iz এসইও অ্যাডভান্স ট্রেনিংটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।



BLACK iz ফটো এডেটিং ট্রেনিং মাত্র ২০০ টাকায়। অনলাইনে রেজিস্ট্রেশন করে ভর্তির সময় মাত্র ২০০ টাকার মাধ্যমে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। আমাদের এই ফটো এডেটিং ট্রেনিং-এর আওতায় অ্যাডোবি ফটোসপ কিংবা অ্যাডোবি ইলেস্টেটরের এর তেমন কোন কাজ শিখানো হবে না। বরং বেসিক ফটো ইডেটিং এর উপর সকল ধারনা দেওয়া হবে। আমাদের ফটো ইডেটিং ট্রেনিংটি মাত্র ৫ থেকে ৬ দিনের।

ক্লাস হবে শুধুমাত্র শুক্রুবার এবং শনিবার।
BLACK iz ফটো ইডেটিং ট্রেনিংটি শুধুমাত্র ব্যাসিক বা বেগিনারদের জন্য। এতে কোন অ্যাডোবি ফটোসপ কিংবা অ্যাডোবি ইলেস্টেটরের মূল কোন ইফেক্ট শিখান হবে না। মোট মাত্র ৪ থেকে ৫ দিনের ক্লাসে উল্লেক্ষিত সকল বিষয়ে আলোচনা করা হবে।
BLACK iz ফটো ইডেটিং ট্রেনিংটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।




BLACK iz IT Institute ফেসবুক পেইজঃ https://www.facebook.com/blackizitinst
BLACK iz IT Institute ফেসবুক গ্রুপঃ http://www.facebook.com/groups/blackiz.itinstitute/
বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা অদৃশ্য লড়াই। গুগুলে বা অন্নান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিজের সাইট কে উঠিয়ে আনার লড়াই। আর এই লড়াই এ জিততে প্রতিটি সাইটের মালিক নিজে অথবা এক বা একাধিক এসইও এক্সপার্ট এর মাধ্যমে প্রতিনিয়তই এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেসন) করে যাচ্ছে। অনলাইন মার্কেট প্লেসে যতগুলো কাজ রয়েছে তার ..... (বিস্তারিত)
ওয়েব ডিজাইনিং বলতে বুঝায় একটি নির্দিস্ট পক্রিয়া অনুশরন করে সম্পুর্ন রুপে একটি ওয়েব ডিজাইন করা।

BLACK iz IT Institute এর ওয়েব ডিজাইনিং কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে এতে অংশগ্রহন করে যে কেউ খুব সহজেই একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে পারে। ওয়েব ডিজাইনিং বলতে বুঝায় একটি নির্দিস্ট পক্রিয়া অনুশরন করে সম্পুর্ন রুপে একটি ওয়েব ডিজাইন করা। BLACK iz IT ........ (বিস্তারিত)
আধুনিক সমাজে তথ্যের গতিশীল প্রবাহ এবং যোগাযোগের প্রায় পুরোটাই নেটওয়ার্ক তথা ইন্টারনেট নির্ভর। বর্তমানে শিক্ষা, ব্যবস্যা-বানিজ্য, সংবাদ আদান-প্রদান, নিউজ মিডিয়া, টিভি মিডিয়া,সোস্যাল নেটওয়ার্ক,সাহিত্য-সংস্কৃতি এমনকি গল্প আড্ডা পর্যন্ত ইন্টারনেট তথা ওয়েবসাইট নির্ভর হয়ে পড়ছে। আমাদের চাহিদা, সময়ের দাবি এবং আধুনিকতার সৃজনশীল প্রয়োগের জন্যই আমাদেরকে ওয়েব নির্ভর হতে,... (বিস্তারিত)
চিত্রলেখ বিষয়ক শিল্পকর্মকেই গ্রাফিক্স ডিজাইন বলা হয়ে থাকে ।

সহজভাবে বলতে গেলে টেক্ট বা নকশা ব্যবহার করে সুন্দর এবং মানসম্মত চিত্রকর্ম তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়ে থাকে। আরও সহজভাবে বলতে গেলে বলতে হয় আপনি নিশ্চই সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র দেখতে পান,বিভিন্ন কোম্পানির এড দেখতে পান । এই যে চিত্রগুলো আপনি দেখতে পান এই চিত্রগুলোকেই বলা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আগের যুগে যে চিত্রকর্মগুলো শিল্পীরা ..... (বিস্তারিত)
পরিবর্তনশীল এবং প্রতিযোগীতা মূলক বিশ্বায়নের এই সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আর্থ-সামাজিক অস্থিরতার কারনে অর্থনৈতিক বৈশম্য এবং অব্যবস্থাপনার কারনে বেকার সমস্যা ক্রমেই বাড়ছে। বাংলাদেশও এই পরিস্থিতির স্বীকার।

যার ফলে বেকার যুবকদের পাশাপাশি স্বল্প আয়ের মানুষ জীবনের প্রয়োজনে বিকল্প আয়ের পথ খুজছে। এই সুজোগে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শব্দটি বাংলাদেশের মানুষের মাঝে দ্রুত প্রসার লাভ করছে, এবং হয়তো ভবিষ‌্যতে আরও করবে। কিন্তু আসলে কি এই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং .........................
বিস্তারিত
BLACK iz IT Institute এর ব্যসিক পিএইচপি কোর্সটি মুলত খুলা হয়েছে তাদের কথা মাথায় রেখে যাদের ওয়েব-ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে একটু একটু ধারনা আছে এবং ভাবছেন পিএইচপি শিখবেন কিন্তু বুঝতে পারছেন না কিভবে কোথা থেকে শুরু করবেন। এই কোর্সটিতে শুধু মাত্র ব্যসিক পিএইচপি নিয়ে আলোচনা করা হবে। সহজ কথায় পিএইচপি একটি ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ভিন্ন ভাবে বললে বলতে হবে পিএইচপি মূলত হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যার........(বিস্তারিত)
ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েব সফটওয়্যার যাকে সিএমএস (CMS-Content Management System)বলা হয় । যার মাধ্যমে সাইট/ব্লগের কন্টেন্ট সহজেই সাজাতে এবং কাস্টোমাইজেসন করতে পারবেন । ওয়ার্ডপ্রেস সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি এবং মাইএসকিউএল ডাটাবেজ দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে তার কারন হল এর ব্যবহারের সহজবোধ্যতা। এছাড়াও অনলাইন বিশ্বে ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন এর চাহিদা ব্যাপক।

ওয়ার্ডপ্রেস একটি ওপেনসোর্স .....(বিস্তারিত)
ফটো এডেটিং মানে কি বা ফটো এডেটিং বলতে কি বুঝান হয় তা হয়ত বা নতুন করে বলার কিছুই নেই। তারপরও সহজ ভাষায় ফটো এডেটিং বলতে আমরা বুঝি যে কোন একটা ছবির সাধারন অবস্থার পরিবর্তন করা যেমন রিসাইজ, ক্রপ, কালারা চেঞ্জিং সহ অন্যান্ন। তবে ফটো এডেটিং কে ইমেজ ফরম্যাট বললেও ভুল হবে না। কেন BLACK iz IT Institute এর ফটো এডেটিং কোর্স করবেন? BLACK iz IT Institute এর ফটো এডেটিং কোর্সটি ফটো এডেটিং বা ইমেজ ফরম্যাটিং এর উপর একটি বেসিক কোর্স। এ কোর্সে ......(বিস্তারিত)
এটি একটি Sponsored টিউন।

এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz IT institute' Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.