ফিলিপাইনে সুপার টাইফুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবিক সংস্থার প্রধান ভ্যালেরি অ্যামোস।
আজ বৃহস্পতিবার তিনি বলেন,'ফিলিপাইনে সুপার টাইফুনের দানবীয় আঘাত থেকে প্রাণে বেঁচে যাওয়া ক্ষতিগ্রস্তদের কাছে অবশ্যই অতি দ্রুত ত্রাণ পৌঁছে দিতে হবে।'
এএফপি ম্যানিলায় অ্যামোস সাংবাদিকদের বলেন, 'সেখানে বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থা বিরাজ করছে। এতে যাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার সুযোগ রয়েছে তারা ইতিমধ্যে চলে গেছে এবং আরো অনেকে চলে যাওয়ার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত জনগণ সাহায্য পাওয়ার জন্য একেবারে হন্যে হয়ে উঠেছে।'
তিনি বলেন, 'এখন তাদেরকে আমাদের সাহায্য করা প্রয়োজন। টাইফুনে ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সাহায্য পৌঁছানো নিশ্চিত করাই এখন আমাদের প্রধান কাজ।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।