কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ সুহৃদ,
আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি গত ২৮ এপ্রিল ২০১২ তারিখে শুরু হয়েছিল। গত ছয়মাস ধরে দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ২৫ জন নির্মাতা ও শিক্ষক সপ্তাহে দুই দিন করে ৪৮টি সেশনে শিক্ষার্থীদের চলচ্চিত্র মাধ্যমের সকল বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। কর্মশালার চূড়ান্ত পর্যায়ে আমাদের প্রযোজনায় শিক্ষার্থীদের ভাবনা ও চিত্রনাট্য থেকে চারটি চলচ্চিত্র সম্পূর্ন স্বাধীনভাবে শিক্ষার্থীরাই নির্মাণ করেছেন।
আমরা ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ এর সমাপনী, সনদ বিতরণ এবং শিক্ষার্থীদের নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনী এবং প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছি।
অনুষ্ঠানটি আগামী ১৬ জানুয়ারি ২০১৩, বুধবার, বিকাল ৫.৩০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে (লিফটের ৩) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, মসিহউদ্দিন শাকের, অগ্রজ আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।