২১ নভেম্বর দলবদল শেষ হওয়ার কথা।
বৃহস্পতিবারও মোহামেডানসহ কয়েকটি ক্লাব দলবদল বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসেনি।
এ প্রসঙ্গে লিগ কমিটির সম্পাদক মঈনুজ্জামান পিলা বলেন, “আমরা দলবদলের তারিখ ঘোষণা করেছি। যারা অংশ নেবে তাদের নিয়েই লিগ হবে। যারা নেবে না ফেডারেশন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
”
“৬টি ক্লাব দলবদলে অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাকি ৫ দল এখনো কিছু জানায়নি। আশা করি ১১টি ক্লাবই দলবদলে অংশ নেবে। ”
মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া অবশ্য তাদের সিদ্ধান্তে অটল। তিনি বলেন, “ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে আমরা হকির কোনো কার্যক্রমে অংশ নেবো না।
আমাদের এই সিদ্ধান্ত অনড়। ফেডারেশনের পক্ষ থেকে আমাদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেয়া হয়নি। ”
মোহামেডানের ‘সঙ্গী’ মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানা বলেন, “আমরা দলবদলে অংশ নেয়ার কোনো কারণ দেখছি না। আমাদের সিদ্ধান্ত অনেক আগে নেয়া। আমরা এই সিদ্ধান্তে অনড় রয়েছি এখনও।
”
মোহামেডান ও মেরিনার ইয়াংসের সঙ্গে অ্যাজাক্স ক্লাব, ওয়ারী ক্লাব ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব দলবদলে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।
আর দলবদলে অংশ নিতে রাজি আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, ঢাকা ওয়ান্ডারার্স, আজাদ স্পোর্টিং ক্লাব, সোনালী ব্যাংক ও সাধারণ বীমা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।