জয় পাওয়াটা যেখানে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সেখানে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান দুই ম্যাচ জিতবে, তা ভাবাই যায় না। পেশাদার ফুটবল লিগে যে অবস্থা তাতে সমর্থকদের কাছে এ ঘটনাটি বিরাট প্রাপ্তি বলেই বিবেচিত হতো। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারানোর পর আবারও সাদা-কালোরা পয়েন্ট নষ্ট করেছে। নিটল টাটা দেশসেরা এ আসরে গতকাল মোহামেডান এগিয়ে থাকলেও পরে ব্রাদার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়ে।
এ ম্যাচটি মোহামেডানের জন্য ছিল গুরুত্বপূর্ণ।
কোটি কোটি টাকা খরচ করেও লিগে তাদের অবস্থা নড়বড়ে বলা যায়। গতকাল মাঠে নামার আগে সাত ম্যাচে সাদা-কালোদের সংগ্রহ ছিল ১০। তাই শিরোপার রাস্তায় ফিরতে হলে তাদের প্রতিটি ম্যাচই জিততে হবে। কিন্তু এটা যে কোনোভাবে সম্ভব নয় তারই প্রমাণ দিল পয়েন্ট ভাগাভাগি করে। প্রথমার্ধে ৪৩ মিনিটে এমিলি গোল করার পর মোহামেডান যেভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে।
কিন্তু কপাল যদি খারাপ থাকে তাহলে আর কী করা যায়। হলোও তাই, ৭৬ মিনিটে মোহামেডানের গোলরক্ষক টিটু অযথা অ্যান্থনিকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় ব্রাদার্স। জালে বল পাঠিয়ে সমতায় ফেরান ইউসুফ। এ ড্রয়ে আট ম্যাচে মোহামেডানের পয়েন্ট দাঁড়াল ১১-তে। নষ্ট হলো মূল্যবান ১৩ পয়েন্ট।
তাই ধরাই যায় তাদের শিরোপা জেতা আকাশ কুসুম কল্পনা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।