মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত গন্তব্যে। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ি দেবার দুরন্ত প্রয়াস।
অপরাধ, সম্ভবত এই এডমিনদের দৃষ্টি আকর্ষণ : নির্বাচিত-অনির্বাচিত পাতা সমস্যা লেখাটি। নাকি ব্লগের প্রযুক্তিগত সমস্যা, অথবা আমারই অন্য কোনো সমস্যা? মনে হয় না।
কারণ সেদিন আরেকটি পোস্ট দেয়ার পর অনেকেই পড়েছেন এবং কমেন্ট করেছেন। তাহলে নিশ্চয় অন্যরা 'সকল পোস্ট' পাতাটি দেখছেন, যদিও সে পাতায় আমি ঢুকতে পারি না। এমনাকি সেখানে আমার পোস্টও আমি দেখি না।
আরেকজন এমন সমস্যার কথা বলেছেন। যাহোক, যদি সে পাতা থেকে ব্লকই করা হয়ে থাকে, তাহলেও আশার বাণী যে, কর্তৃপক্ষ খুবই সজাগ, কোনো ছোটখাট বিষয়ও তাদের দৃষ্টি এড়ায় না।
নইলে সে পোস্টটি সামান্য ক'জনই পড়েছেন, এর মধ্যে নিশ্চয় এডমিনদের কেউও ছিলেন।
কথা বাড়িয়ে লাভ নেই। ব্লকের যে এত শ্রেণীবিন্যাস থাকতে পারে, আগে জানা ছিল না। জানি না এ পোস্টটি দেয়ার পর নির্বাচিত পাতা থেকেও ব্লক খাই কি না। আমি 'সকল পোস্ট' পাতার কারও লেখা পড়তে পারছি না দু'তিন দিন ধরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।