আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের পথে উরুগুয়ে মেক্সিকো

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চতুর্থ হয়ে উরুগুয়ে চমকে দিয়েছিল সবাইকে। এবার ব্রাজিল বিশ্বকাপ থেকে প্রায় বাদ পড়তে বসেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু প্লে অফে এশিয়ার জর্দানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রায় নিশ্চিত করে নিয়েছে বিশ্বকাপে খেলা। বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত মেক্সিকোর। প্লে অফে মেক্সিকো নিজেদের মাটিতে ৫-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

জর্দানের আম্মানে স্বাগতিকদের দাঁড়াতেই দেয়নি ল্যাটিন আমেরিকার জায়ান্টরা। ২২ মিনিটে প্রথমে এগিয়ে যায় উরুগুয়ে। দলকে এগিয়ে নেন মেক্সি পেরেইরা। ৪২ মিনিটে গোলসংখ্যা দ্বিতীয় করেন ক্রিশ্চিয়ান স্টুয়ানি। বাকি তিন গোল করেন নিকোলাস লোডেইরো, ক্রিস্টিয়ান রদ্রিগেজ ও এডিনসন কাভানি।

উল্লেখ্য উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আরেক প্লে অফ ম্যাচে নিউজিল্যান্ডকে নিয়ে খেলেছে মধ্য আমেরিকার দেশ মেক্সিকো। ১৯৮৬ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলা মেক্সিকো এবার বাদ পড়তে যাচ্ছিল। কনকা কাপ অঞ্চলের বাছাইপর্বের গন্ডি ডিঙাতে না পেরে বাছাইপর্ব খেলতে হয়েছে দলটিকে। গতকাল মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল দলটি।

মেক্সিকোর প্রথম গোল করেন পল অ্যাগুইলো। দ্বিতীয় গোল করেন রাউল জিমেনেজ, রাফায়েল মার্কুয়েজ ও ওরিরে পেরাল্টা করেন দুই গোল। নিউজিল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন ক্রিস জেমস।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.