আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্দিকুর ইউরেশিয়া কাপে প্রথমবারের মত

প্রথমবারের মত আগামী বছর মার্চে শুরু হতে যাচ্ছে ইউরেশিয়া কাপ। ইন্ডিয়ান ওপেন জিতে এ টুর্নামেন্টে জায়গা করে নেয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের। বছর শেষে অর্ডার অব মেরিটে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলেই এ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন সিদ্দিকুর।
মালয়েশিয়ায় প্রথমবারের শুরু হতে যাওয়া ইউরেশিয়া টুর্নামেন্টে মুখোমুখি হবেন ইউরোপ এবং এশিয়ার সেরা গলফাররা। ইউরোপের সেরা চার গলফার লড়বেন এশিয়ান অর্ডার অব মেরিটে এশিয়ার সেরা চার গলফারের বিপক্ষে।

বছর শেষে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের সামনে সুযোগ থাকছে এ টুর্নামেন্টে জায়গা করে নেয়ার।
উল্লেখ্য, ১১ লাখ ১৭হাজার ডলার নিয়ে এশিয়ান ট্যুর অব মেরিটের শীর্ষে আছেন থাইল্যান্ডের কিরাদেচ  আফিবার্নরাত। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্কট হেন্ড। তার বার্ষিক আয় প্রায় ৫ লাখ ৭০ হাজার ডলার। তৃতীয় স্থানে থাকা সিদ্দিকুরের পরেই আছেন ইন্ডিয়ান ওপেনে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করা ভারতের অনির্বাণ লাহিড়ি।

তার বার্ষিক আয় ৩ লাখ ৮৭ হাজার ডলার।
সুত্র- http://prothombarta.com
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Prothombarta ;

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.