আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে কিছুটা এগিয়েছেন সিদ্দিকুর

থাইল্যান্ডে কিংস কাপ গলফে কিছুটা এগিয়েছেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। আজ শনিবার তৃতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম (-১) খেলে যৌথভাবে ২০ নম্বরে আছেন তিনি।

ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে ছয়টি 'বার্ডি' (কোনো হোলের নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলা) করেন সিদ্দিকুর। কিন্তু সঙ্গে তিনটি বোগি (পারের চেয়ে এক শট বেশি খেলা) ও একটি ডাবল বোগির (দুই শট বেশি খেলা) কারণে বেশি দূর এগুতে পারেননি তিনি।

এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার মো জুং কিউং।

প্রসঙ্গত, দ্বিতীয় রাউন্ড শেষে পারের সমান শট খেলে যৌথভাবে ৩৫ নম্বরে ছিলেন সিদ্দিকুর। শনিবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি ও প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছিলেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.