আমাদের কথা খুঁজে নিন

   

পিকেটার

ভাগাড়ের তেলাপোকা চলল সমুদ্র দেখতে

বাসে পাশাপাশি সিটের যাত্রীরা ভদ্রতাবশত: আজাইরা বাৎচিৎ করে । শহরটা লন্ডন হলে সাধারণত কথাবার্তা হয় এইরকম - : আজকের আবহাওয়াটা চমৎকার, তাই না? : হুম ! কালকে যা ছিল না ! পুরো ভিজে কাক হয়ে বাসায় ফিরেছি। শহরটা লন্ডন হলে সাধারণত কথাবার্তা হয় এইরকম - : আজকের পৃথিবীটা একটু শান্ত আছে, তাই না? : হুম ! কালকে যা ঝাঁকুনি দিয়েছিল না ! একটা তিনতলা বাড়ীর নিচে চাপা পড়েছিলাম, ভাগ্যিস বাড়িটা কাগজের ছিল ! শহরটা ঢাকা হলে সাধারণত কথাবার্তা হয় এইরকম - : আজকের পরিস্থিতি একটু ঠান্ডা আছে, তাই না? : হুম ! কালকে যা গ্যান্জাম গেল না ! আমার ছোট ভাই পিকেটিং এর আগুনে পুড়ে মরেছে, বাবার নতুন সিএনজিটা পিকেটাররা ভেঙে দিয়েছে; হরতালে আমর ব্যবসা বন্ধ- পুরাই পথে বসার অবস্থা । সামনের সপ্তায়ও নাকি হরতাল, এবারতো গলায় দড়ি দিতে হবে। : আমার পথ ধরেন, তাহলে পথে বসা লাগবে না ! : কোন পথ? : আমারও আপনার মত পথে বসার অবস্থা হইসিলো। তারপর একটা দলের সাথে যোগাযোগ করে পিকেটিং শুরু করলাম, প্রতিদিন ১০০০ টাকা ইনকাম । হরতালের দিন হোক বা হরতালের আগের দিন, ইনকাম থাকেই খেয়ে পরে বাঁচতে হলে গরীবদের পিকেটার হওয়া ছাড়া গতি নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.