আমাদের কথা খুঁজে নিন

   

পিকেটার সেজে চাঁদাবাজির সময় ছাত্রলীগ কর্মী আটক

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান গোরস্থান এলাকায় চলাচলকারী ট্রাক থেকে পিকেটার সেজে চাঁদাবাজির সময় স্থানীয় লোকজন সবুজ (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। একই রাতে পাশের রাজাপুর বাজার এলাকা থেকে রবিউল নামের অপর এক চাঁদাবাজকে আটক করে পুলিশ।

এছাড়া সদর থানা পুলিশ ভাংচুরের অভিযোগে গতরাতে যুবদল নেতা দীন মোহাম্মদ কাজল, ছাত্রদল নেতা মশিউর রহমান লাকু ও মোশারফ হোসেন মুসাকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত কয়েকদিন থেকেই অবরোধে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় রাতের বেলায় ছিনতাই ও চলাচলকারী ট্রাক থেকে চাঁদাবাজি চলছিল। রবিবার রাত ১০টার দিকে ট্রাক থেকে চাঁদা নেওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে লালপুরের চাঁদপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে সবুজকে (২০) আটক করে।

এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ আটককৃত ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে বনপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

আটককৃত ছাত্রলীগ কর্মী সবুজ জানান, ঘটনার সময় তার সাথে ছাত্রলীগ-যুবলীগের ১০-১২ জন নেতাকর্মী ছিলেন। বনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কৃষ্ণ মোহন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত সবুজ তার কয়েকজন সঙ্গীর কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মোতাবেক লালপুর থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে আটকের চেষ্টা চলছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.