আন্দোলনে সক্রিয় না হওয়ায় বিএনপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে দলটি। আজ শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার দেশের কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত খবরে জানানো হয়, দলের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলীকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোকজ করেছেন। সংবাদটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান আন্দোলনকে বিভ্রান্ত করার অপকৌশলের অংশ হিসেবে এসব নেতার বিরুদ্ধে শোকজের গুজব ছড়ানো হয়েছে। রিজভী বলেন, এসব নেতা ঐক্যবদ্ধভাবে তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।