বিচারাধীন বিষয়ে নিজ ব্লগে মন্তব্য করে আদালত অবমাননার অভিযোগে ইংরেজি দৈনিক নিউ এইজের বিশেষ সংবাদদাতা ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ৬ মার্চ তাকে আদালতে হাজির হয়ে বা আইনজীবীদের মাধ্যমে তার মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ বেঞ্চ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
আদালত অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। তার পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন আইনজীবী সাঈদ মিজান।
আবেদনকারী আবেদনে উল্লেখ করেন, সাংবাদিক ডেভিড বার্গম্যান তার নিজস্ব ব্লগ ওয়েবসাইটে (bangladeshwarcrimes.blogspot.com) গত বছরের ২৮ জানুয়ারি আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-১, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল অ্যান্ড ডিফেন্স ইনডিকোয়েন্সি এবং আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-২, ট্রাইব্যুনাল অ্যাজাম্পশন শীর্ষক লেখা প্রকাশ করেন। এসব লেখায় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আজাদের রায় নিয়ে করা মন্তব্যে ট্রাইব্যুনালের মর্যাদাহানী হয়েছে বলে আবেদনে অভিযোগ করা হয়।
একইসঙ্গে এই আইনজীবী তার আবেদনে উল্লেখ করেন, ডেভিড বার্গম্যানের ব্লগে দেলাওয়ার হুসাইন সাঈদীর রায় নিয়ে করা মন্তব্যেও আদালত অবমাননা হয়েছে।
উল্লেখ্য, বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক দ্যা নিউএজের বিশেষ প্রতিনিধি। এছাড়া তিনি সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ের জামাতা।
২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার আগে থেকেই এই ব্রিটিশ সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিষয়ে কাজ শুরু করেন। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে গবেষণা, বিভিন্ন লেখালেখি ও কয়েকটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছেন ডেভিড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।