আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনে হোঁচট ফ্রান্সের

ব্রাজিল বিশ্বকাপের টিকেট পাওয়ার দৌড়ে ইউক্রেনে হোঁচট খেয়েছে ফ্রান্স। ইউরোপীয় অঞ্চলের প্লে-অফের প্রথম লেগে ইউক্রেনের মাঠে ২-০ গোলে হেরে গেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যম্পিয়নরা।

আগামী মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের মাঠে ফিরতি লেগ খেলবে ফরাসিরা।

ঘরের মাঠ কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকে দারুণ খেলতে থাকে স্বাগতিকরা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দমিয়ে রেখে বারবার আক্রমণ করতে থাকে তারা।

আক্রমণভাগের ব্যর্থতায় অবশ্য গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও বল দখলের লড়াইয়ে পেরে ওঠেনি অতিথিরা। অবশেষে ৬১ মিনিটে স্ট্রাইকার রোমান জোজুলিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মিডফিল্ডার এডমার ডি লাসেরদার পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। ৮৩ মিনিটে সফল পেনাল্টিতে জয় নিশ্চিত করেন স্ট্রাইকার আন্দ্রি ইয়ারমোলেঙ্কা।

উল্লেখ্য, শুক্রবারের আগ পর্যন্ত ফ্রান্সকে কখনই হারাতে পারেনি ইউক্রেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.