আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ইউক্রেনে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পদত্যাগের দাবিতে সরকারি ভবন অবরুদ্ধ করে রেখেছে বিক্ষোভকারীরা। এরআগে গতকাল রবিবার আদালতের নির্দেশনা উপেক্ষা করে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিক্ষোভ করে অন্তত তিন লাখ মানুষ। এসময় আগাম নির্বাচন ও প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানায় তারা।
 
ইউক্রেনের ইনডিপেনডেন্স স্কয়ারেরর এই বিক্ষোভ সরকার পতনের। তাদের দাবি না মানা পর্যন্ত এই স্থান ত্যাগ না করার ঘোষণা এরই মধ্যে দিয়ে রেখেছেন তারা।

 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে স্বাক্ষর না করার প্রতিবাদে এক সপ্তাহ ধরেই চলছে এই বিক্ষোভ। তবে এই বিক্ষোভ এখন রুপ নিয়েছে প্রেসিডেন্টের পদত্যাগ এবং সরকার পতনের দাবিতে।
 
আদালতের নির্দেশনা উপেক্ষা করেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার বিক্ষোভ করে লাখো মানুষ। এসময় সরকারি অফিস আদালতের সামনে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
 
তবে  বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.