ইউক্রেনের ভূখণ্ডের ভেতরে রাশিয়া কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইগোর তেনিয়ুক শনিবার দাবি বলেন, রাশিয়া ‘সমপ্রতি’ ৬ হাজার অতিরিক্ত সেনা ইউক্রেনে মোতায়েন করেছে।
এর ফলে দেশটির ক্রিমিয়া অঞ্চলে নিয়োজিত সেনাবাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
রাজধানী কিয়েভে সাংবাদিকদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন। তবে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
ক্রিমিয়া অঞ্চলের দুটো বিমানবন্দর দখলে নিয়েছে অস্ত্রধারীরা। একে রুশ বাহিনীর আগ্রাসন ও দখলদারিত্ব বলে অভিযোগ করেছে ইউক্রেন সরকার।
আর ইউক্রেনে সামপ্রতিক গণআন্দোলন ও ক্ষমতার পালাবদলের পর এ ঘটনায় পশ্চিমা বিশ্ব ও মস্কোর মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
এর আগে স্বায়ত্ত্বশাসিত ক্রিমিয়ার সেভাস্তোপোল বিমানবন্দর রাশিয়ার নৌবাহিনী দখলে রেখেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।