আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশিদের সঙ্গে মধ্যস্থতায় ভারত

বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ।

আজ শনিবার সকালে রাজধানীর সবুজবাগে আন্তর্জাতিক বৌদ্ধ মহাবিহারে ডাইনিং হল কাম লাইব্রেরি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছে ভারত। তাছাড়া বাংলাদেশের শান্তি-স্থিতিশীলতা বজায়ে রাখতে যেসব দেশ কাজ করছে এবং আগ্রহ রয়েছে তাদের সঙ্গে ভারত আলোচনা করছে।

বাংলাদেশের রাজনৈতিক সংকটের ব্যাপারে ভারত ও আমেরিকার অবস্থান এক কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো কথা বলেননি পঙ্কজ সরণ।

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে দেয়া বিবৃতির প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের প্রেসিডেন্টসহ অনেক মন্ত্রী গত কয়েক বছরে বাংলাদেশে এসেছেন। আমরা বাংলাদেশকে যেভাবে দেখতে চাই তা তারা বিভিন্ন সময়ে ব্যক্ত করেছেন। এই বিবৃতি আমাদের ওই প্রত্যাশারই ধারাবাহিকতা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.