হক কথা, হকের কথা এবং হক কথা
২০০০ সালের দিকে বাংলা চলচ্ছিত্রে অশ্লীলতার নতুন এক মাত্রা যোগ হয়েছিল । যার জোয়ারে অনেক তরুন -যুবক হয়েছিল বিপথগামী । আস্তে আস্তে চলচ্ছিত্র সে নোংরামীকে পিছনে ফেলে সামনে এগোবার চেষ্টা করে । কিন্তু এখন মনে হচ্ছে নগ্নতা আবারো চলচিত্রকে গ্রাস করতেছে ।
গতকাল মুক্তি পেয়েছে রাজু চৌধুরীর পরিচালিত ছবি ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’।
এতে ববির বিপরীতে অভিনয় করছে বাপ্পী চৌধুরী।
এই ছবির যে উত্তেজক ভংগিতে যেসব পোষ্টার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তা একজন শালীন মানুষের পক্ষে দেখা কঠিন । কোমলমতি যেসব শিশু কিম্বা তরুন ছাত্র এসব দেখবে তাতে তার মনে কি পতিক্রিয়া হবে ?
আজ আমাদের সমাজ এমনিতেই ভারতীয় নগ্নতার আগ্রাসন আর ব্লু ফিল্ম এ ছেয়ে যাচ্ছে। সেখানে কিভাবে এত নোংরা আর অশ্লীল পোষ্টার দিতে পারে ? পরিচালকের কাছে কি টাকা কামানোর ধান্দাই মুখ্য ? এদেশের সমাজের প্রতি কি তাদের দায় দায়িত্ব নাই ?
ভারতে আজ শিলা কি জায়ওয়ানি আর মুন্নি বদনাম হুয়ির যে ফলাফল তা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি । আমাদের দেশেও কি একই ফলাফল তারা দেখতে চায় ?
বিঃ দ্রঃ এই ছবি দেখে হয়তো অনেকে অবিস্বাস করতে পারেন, তাদের হলের সামনে দেখার অনুরোধ রইল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।