মারণব্যাধি এইডস নিয়ে গান তৈরি করলেন সংগীতশিল্পী এস ডি রুবেল। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। এতে এস ডি রুবেল ছাড়াও কণ্ঠ দিয়েছেন আরও তিনজন কণ্ঠশিল্পী। তারা হলেন কনা, দিনাত জাহান ও সুইটি। সম্প্রতি এস ডি রুবেলের সিদ্ধেশ্বরীর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
এস ডি রুবেল বলেন, 'এ পর্যন্ত আমার ৩৬টি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। ৩৭তম এককের কাজ চলছে। প্রকাশিত হয়েছে অসংখ্য মিশ্র গানের অ্যালবামও। কিন্তু কখনো জনসচেতনতা-বিষয়ক গান করা হয়ে ওঠেনি। এবারই প্রথম এ ধরনের গান করলাম।
একজন শিল্পী হিসেবে এ ধরনের গানের কাজ করতে পেরে আমি খুবই তৃপ্ত। ' এদিকে এস ডি রুবেল গানবিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনার সঙ্গেও যুক্ত হয়েছেন। 'আমার গান' শিরোনামের অনুষ্ঠানটির উপস্থাপনা বেশ উপভোগ করছেন বলে জানান এস ডি রুবেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।