আমাদের কথা খুঁজে নিন

   

নয়নের আলো



নয়ন তোমারে দেখিতে চাহিয়া ফেলে চোখেরই জল , দেখিতে পাবো কিনা তোমায় জানি না তা । দেখিতে চাহিয়া তোমার তোরে যাচ্ছি আকুল অশ্রুসজল নয়নে । দেখিতে চাই তোমায় অবাক নয়নে কেমন লাগে তোমায় বন্ধ নয়নে । আলো আসবে না সেই নয়নে আর , দেখবে না আর অবাক পৃথিবীর আলো সেই নয়নজোড়া । বড় ভালোবাসি তোমায় সেই ছোট থেকে , রেখেছি যত্নে আগলে আঘাত যেন না লাগে । যেতে হবে বলে চলে গেলে আমায় ফেলে – একলা করে । বড় একা লাগে পৃথিবীর এই জীবন , যেতে হবে চলে যাবো নিয়ম মেনে । একলা এসেছি একলা যাবো – রেখে যাবো শুধু স্নেহের আলোছায়া । যে ছায়াতে হাতড়ে ফিরবে সবাই – খুঁজে ফিরবে তোমায় আমায় একলা বসত ঘরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।