আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে দ্রগবার দল আইভরি কোস্ট

টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেল দ্রগবার আইভরি কোস্ট।

গতকাল শনিবার রাতে মরক্কোর কাসাব্লাঙ্কায় আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফের দ্বিতীয় লেগে দিদিয়ের দ্রগবার দেশ ১-১ গোল ড্র করেছে সেনেগালের সঙ্গে। প্রথম লেগে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছিল আইভরি কোস্ট। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে তাই  ব্রাজিল যাত্রা নিশ্চিত হয়েছে তাদের।

ম্যাচে তেমন ভালো না খেললেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আইভরি কোস্টের তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবা।

ম্যাচের ১৩ মিনিটে বাইসাইকেল কিকে সেনেগালের একটি আক্রমণ থেকে গোল প্রতিহত করেন তিনি। আবার সাদিও মানেকে ধাক্কা দিয়ে সেনেগালকে পেনাল্টি উপহার দেন গ্যালাতাসারাইয়ে যোগ দেয়া এই ফরোয়ার্ড।

ম্যাচের ৭৭ মিনিটে এই পেনাল্টি থেকে মুসার গোলে এগিয়ে গিয়ে বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রেখেছিল সেনেগাল। ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি গোলের সুযোগ হারায় সেনেগাল। এই গোলটি পেলে আইভরি কোস্টের বদলে বিশ্বকাপে উঠে যেতো ২০০২ সালে কোয়ার্টার ফাইনালে খেলা দেশটি।

কিন্তু ইনজুরি সময়ে এক পাল্টা আক্রমণে ইয়া ইয়া তুরের পাস থেকে অভিজ্ঞ সালোমন কালু গোল করে আইভরি কোস্টের বিশ্বকাপ নিশ্চিত করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।