আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ

রোববার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় পার্টির প্রধান এরশাদ শনিবার এক অনুষ্ঠানে জানান, তার দল আর মহাজোটে নেই। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনও করা হবে।
মহাজোট সরকারের মন্ত্রীসভায় থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরও পদত্যাগ করেছেন বলে জানান এরশাদ।
গত বৃহস্পতিবার আরেক অনুষ্ঠানে এরশাদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেন।
গত বুধবার রাতে বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের সঙ্গে বৈঠকের পর তার ওই ঘোষণা আসে।
এরশাদ বলেছিলেন, “আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। অচিরেই নতুন জোটের ঘোষণা আসবে”
রোববার চট্টগ্রামে গিয়ে হেফাজত ইসলামের আমির আহমদ শফীর সঙ্গেও সাক্ষাৎ করেন এরশাদ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.