আমি অকৃতি অধম
(এটা কোন ভন্ডামী বা লাভজনক পোষ্ট না)
আমি নিজেই একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং উদ্দোক্তাও বলতে পারেন। ওয়েব সাইট ও গ্রাফিক্স ডিজাইন করি, দেশ-বিদেশের বিভিন্ন market place এ বিক্রি করি, কিছু শিক্ষিত বেকার ছেলে মেয়েদের এসব শিখাই এবং তাদেরকে যোগ্য করে তুলি আয় করার জন্য।
বিভিন্ন সময় আমি দেখেছি তাদের একটা portfolio site থাকার অভাবে তাদেরকে অনেক বায়ার তাদেরকে ট্রাস্ট করে না ফলে যোগ্যতা থাকার পরেও তারা পিছিয়ে পরছে। একই সমস্যা ক্ষুদ্র ব্যবসায়ীদের, যদি বায়ার তার পন্য এবং দাম ওয়েব সাইটে দেখে নিতে পারে, তার marketing policy জানতে পারে তাহলে তার ব্যবসার প্রসার দ্রূত ঘটবে।
আবার দেখুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে, ICT ক্লাস সিক্স থেকে পড়াচ্ছে কিন্তু শতকরা ০.৫% প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট নেই।
এসব বিষয় গুলো মাথায় ঘুরপাক খাচ্ছে বহুদিন। তাই আমার মত অকৃতি অধম এ উদ্দোগ নিলাম প্রতি মাসে গোটা বিশেক ফ্রি ওয়েব সাইট করে দিব। কোন টাকা লাগবে না।
যা যা লাগবে তা হল-
এ ইমেইলে পাঠাবেন। যাতে থাকবে
১. আপনার/আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা।
২. Domain name ৪/৫ টা লিখে পাঠবেন। (কারন আপনি যে নাম দিলেন তা নাও পাওয়া যেতে পারে। )
৩. আপনার ফোন নম্বর ।
সীমাবদ্ধতাঃ
যেহেতু সবই ফ্রি তাই ফ্রির কিছু সীমাবদ্ধতাতো থাবেই।
প্রথমত-যা যা পাচ্ছেন তা সবই এক বছরের জন্য।
দ্বিতীয়ত-ডিজাইন, আপনি সাজেস্ট করতে পারবেন কিন্তু আপনার আইডিয়া কাজে লাগিয়ে বাস্তবায়ন করবে আমার ছাত্ররা।
তৃতীয়ত-আপনার সাইটের কপিরাইট আপনারই থাকবে কিন্তু আমার যে ছাত্র আপনার সাইটি বানাবে তার লিংক থাকবে।
আপনার সাইটে ৩টির বেশি পেজ দেওয়া আমাদের পক্ষে এই সময় সম্ভব হবে না।
এ বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে মেইল করবেন। সবাই ভাল থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।