আমাদের কথা খুঁজে নিন

   

Fool & ফাইনাল !

লেখা দেখুন; লেখককে নয় ।

গত সপ্তাহে রাজমনিতে ৬.৩০ টার শো তে অস্থির একটা ছবি দেখলাম। সাকিব খান- ববির "ফুল এন্ড ফাইনাল "। হলে গিয়া আমার দেখা সাকিবের ২য় ছবি। মনে হইতেসে ছবিটা ব্যাপক হিট ।

গিয়া দেখি দোতলার ডিলাক্স টিকেট নাই, বাধ্য হয়ে একতলার টিকেট কাটতে হইল। ২.৩০ ঘণ্টা ঘাড় উচাই দেখলাম । রোমিও (সাকিব খান) একজন খুনি। ববি আর্টিস্ট । সাকিব খান ববিকে পছন্দ করে।

তারে নিয়মিত গোপনে ফুল পাঠায় । কিন্তু ববির সামনে যায় না। সাকিবের বস একজন হেরোইন ব্যবসায়ি। সে সাকিবকে দিয়া অন্য খুচরা হেরোইন ব্যবসায়িদের খুন করায়। একদিন এক সিআইডি অফিসার Abid (আসলেই ) ঐখানে আসে।

সে ববির সাথে প্রেম করার মাধ্যমে সাকিবের উপর নজর রাখে। একদিন দুই পক্ষের গোলাগুলিতে আবিদ আর ববি আহত হয়, সাকিব খান পালায়। আবিদ সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়। আর এই চান্সে খান সাহেব ফিল্ডিং দেওয়া শুরু করে। আবিদ সাহেব দেশে আসার পর সাকিবের বসের নির্দেশে খুন হয়, আর দোষ হয় সাকিবের।

ববি সাকিবের কাছে যায় এই ব্যাপারে জানতে । সাকিব বলে সে আসলে পুলিশের ASP ; তার বস পুলিশের DSP বখতিয়ার, তার আদেশেই সে এইসব খুন করতেসে। আবিদ মরার আগে বলসিল বখতিয়ার আসলে পুলিশের আড়ালে হেরোইন ব্যবসায়ি। প্রতিশোধ নিতে সাকিব বসের ডেরায় যায় । এরপর গোলাগুলি , ভিলেনকে মারার ঠিক আগমুহূর্তে গুলি শেষ হওয়া; অতঃপর হাতাহাতি ।

অবশেষে পুলিশের আগমন ,"আইন নিজের হাতে তুলে নেবেন না " । ছবিটার কয়েকটা জিনিস ব্যাপক ঃ ১। ছবির মিউজিক বেশ ভাল। বেহালা, পিয়ানো ব্যবহার করে দারুণ আবেশ তৈরি করেছে। ২।

নকলের দিক থেকে ছবিটা পুরস্কার পাবার যোগ্য । বন্ধু মামুন বলল এইটা নাকি কোরিয়ান ডেইজি ছবির নকল। ডেইজি দেখিনাই , তবে এইটা বলতে পারি সাকিবের চরিত্রটা পুরাটাই Shoot 'em up ছবির Clive Owen এর চরিত্রের নকল। ওখানে নায়ক সারাক্ষন ওভারকোট পরে থাকে, এখানেও তাই। ওখানে নায়ক সারাক্ষণ গাজর খায়, এখানে আরও এক ধাপ এগিয়ে; চা তে ভিজাই গাজর খায়।

ওখানের শেষ দৃশ্যে ভিলেন নায়কের আঙ্গুল থেতলাই দেয়, নায়ক আঙ্গুলের বদলে গাজর দিয়ে চেপে গুলি করে; এখানেও তাই। ৩। গানের মধ্যেও নকল। Idea এর Pumpkin pumpkin, hello honey-bunny এর নকল। তবে গানটা শুনে মজা লাগসে।

হ্যালো ডার্লিং ডার্লিং ফিলিং সামথিং সামথিং আয় জাইগা ভাইগা দুজন মারি ডেটিং । টোগো টোগো ...... । ৪। দুইএকটা জিনিসে ব্যাপক গোঁজামিল । ববিরে দেইখা সাকিবেরও ইচ্ছা হইসে আর্টিস্ট হবে।

এইজন্য তিনি "Uniaid" গাইড পইরা ছবি আকা শিখতেসেন। সাকিব কইল হেতে পুলিশ, অথচ আইডি কার্ডে লেখা সিআইডি । ৫। এবং বৃষ্টিভেজা গান । এইটার ব্যাপারে কিছু বলার নাই।

কারো ইচ্ছা থাকলে youtube ভরসা। যাই হোক; ছবিটা খারাপ না। ববির গান দেইখাই পয়সা উশুল হয়ে গেসে। নেক্সট , বাপ্পি ববির " ইঞ্চি ইঞ্চি প্রেম "। সেটা আরেক দিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।