আমাদের কথা খুঁজে নিন

   

নেক্সাস ৭ ৩২জিবি ৩জি এখন হাতে

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility সাথে কিছু ফটো আপলোডাইলাম । যা বুঝার বুঝিয়া লন । অগোছালো ডেস্কটপ আমার আর সাথে কেবল আর এডাপ্টার দিয়েছে । আর একটা ছোট্ট পিন যেটা দিয়ে গুতা গুতি করে সিম বাহির করতে হইবে বা ঢুকাইতে হইবে তবে এইটাই মজেজা বুঝলাম না । কারন আমি কখনো মিনি সিমাই নাই এখনো ।

মানে এইটাইপের ফোন আমার নাই , যদি দোস্তের আইফোন হাতে ছিল একসময় । কিন্তু প্রশ্ন হল এই পিন হোল করে ভোগান্তি না সুবিধা সৃষ্টি সেইটা বুঝলাম না । আসলেই ক্লাউড কম্পিউটার এর যুগ এই কয়টা ছবি লইতে দিতে আমার সামুতে খবর হইয়া গাছে মনে হয়েছে কয়েক মিনিট কত ঘন্টা যেন ! যেগুলোর ছবি দেই নাই.. সেগুলো হল ওটিজি কেবল, মাল্টি ইউ এসবি প্লাগ । এগুলো কিনেছি .. খরচ গিয়েছে আরও যাবে .... কারন এর জন্য বেগ কিনি নাই, কারন দোকানে নাই, আর এর জন্য প্রটেক্টর বা টাচ স্ক্রীন কিনি নাই কারন তাও সারা দোকানে কেন ,, সারা দেশেই ল্যান্ড করে নাই ! তার মানে আমার কাছে গরম গরম ... লাইক টু পুরাত ...... শিউর আজকে ভাতিজী দেখলে টেব আর পাইতাম না । লুকাইতে হইবে ।

বাচ্চার থেকে বেশী বাচ্চা যে আমি  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.