"হীরক রাজার অদ্ভুদ দেশে
আমরা করি বাস
সব পরীক্ষার-ই প্রশ্নপত্র
হয় সেখানে ফাঁস "!
প্রশ্ন ফাঁসের ঘটনায় এক কোচিং শিক্ষককে গ্রেফতার!
আমার এলাকাতে এক কোচিং শিক্ষক যিনি অই কোচিং সেন্টারের মালিকও বটে আজ সকালেই গ্রেফতার হয়েছেন প্রশ্ন ফাঁসের ঘটনায়! এক চেটিয়া ভাবে যিনি শুধু মাত্র বিভিন্ন স্কুলের বাচ্চাদের কোচিং এবং থ্রিতে গার্লস ও জেলা স্কুল সহ অন্য স্কুলে ভর্তিচ্ছু বাচ্চাদের কোচিং করিয়ে আসছিলেন! সকাল থেকে রাত পর্যন্ত শত শত বাচ্চা আর বাচ্চার অভিভাবকদের ভিড় লেগে থাকে এই কোচিং সেন্টারে! মাসে যিনি হাজার থেকে লাখ টাকা ইনকাম করছেন! এবং এই কোচিং সেন্টার দিয়েই আজ তিনি লাখপতি! অনেক মানুষের বদ নজরও তার উপর আছে! কোচিং বা প্রাইভেটের নামে আসলেই কি চলে এইসব জায়গায়?
এখন দেখার বিষয় আসলেই প্রশ্ন ফাঁস হয়েছে না কি তাকে ফাঁসানো হয়েছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।