শেষ দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপের টিকেট পেয়েছে উরুগুয়ে। বুধবার নিজেদের মাঠে জর্ডানের সঙ্গে গোলশূন্য ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে ব্রাজিল যাত্রা নিশ্চিত করেছে দুইবারের চ্যাম্পিয়নরা। আর এর মধ্য দিয়েই শেষে হয়েছে বাছাইপর্ব।
জর্ডানকে তাদের মাটিতেই ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপ একরকম নিশ্চিত করে রেখেছিল অস্কার তাবারেসের শিষ্যরা। বুধবার মন্তেভিদিওতে চমক কেবল উরুগুয়েকে অতিথিদের রুখে দেয়া।
ম্যাচ শেষে তাই কিছুটা সান্ত্বনা পেতে পারে এশিয়ার বাছাইপর্বে পঞ্চম হওয়া দেশটি। বিশ্বকাপে ওঠার জন্য বাছাইপর্ব ও প্লে-অফ মিলিয়ে মোট ১৮টি ম্যাচ খেলতে হলো উরুগুয়েকে।
তবে গোল না হলেও স্টেডিয়ামে উপস্থিত ৬০ হাজার দর্শকের উদযাপনে কোনো কমতি ছিল না। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডর। পঞ্চম হওয়ায় প্লে-অফ খেলতে হয়েছে উরুগুয়েকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।