আমাদের কথা খুঁজে নিন

   

ঘূর্ণিঝড় 'হেলেন' ধেয়ে আসছে অন্ধ্রপ্রদেশে

প্রবল ঘূর্ণিঝড় 'হেলেন' ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে। ঝড়টির সম্ভাব্য যে চারটি জেলার ওপর আঘাত হানতে পারে সেই জেলাগুলোর অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

এদিকে এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলে 'হেলেন' আঘাত হানার আগেই এর প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

অন্ধ্রপ্রদেশের যেসব জেলায় ঝড়টি প্রবল আঘাত হানতে পারে সেগুলো হচ্ছে নিলোরে, প্রাকাশন, গুন্তার এবং কৃষ্ণ।

জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) রাজ্য সরকারকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সবধরনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে।

এছাড়া, হেলেন পুরোপুরি দুর্বল বা অন্যত্র সরে যাওয়ার আগ পর্যন্ত সমুদ্র থেকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য জেলেদের প্রতি ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.