দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বৃটেনে নারী গোয়েন্দা বাহিনীর ছিল! আর বাকিংহামশায়ারে ব্লেচলি পার্কে বসে এসব নারী গোয়েন্দারা সব দুর্বোধ্য কোডের আড়াল থেকে উদ্ধার করতো গোয়েন্দা তথ্য। নাৎসি জেনারেলদের মধ্যে যেসব গোপন তথ্য আদানপ্রদান হত, তা খুঁজে বার করার দায়িত্ব ছিল বৃটেনের এই মহিলাদের উপরে। আর এর জন্য অভিজ্ঞ নয়, বৃটেন বেছে নিত কমবয়সী মেয়েদের। এ দলে ছিল ১৮ বছরের অনেক মেয়েই।
তাদের বেছে নেয়া হত নানা পদ্ধতি অবলম্বন করে।
একটি বৃটিশ দৈনিকের কঠিন ধাঁধা যারা ১২ মিনিটেরও কম সময়ে সমাধান করতে পারতেন, তাদের দর ছিল বেশি। নিজেদের শান্ত শহরতলি থেকে তাদের এক রকম তুলে নিয়ে আসা হত ব্লেচলি পার্কে। অনেকেই জানতেন না, তারা ঠিক কী করছেন।
প্রাক্তন গোয়েন্দা কর্তা ফ্রেডরিক উইন্টারবথামের লেখা ‘দি আল্ট্রা সিক্রেট’ নামে একটি বইয়ের সুবাদে প্রকাশ্যে এসেছে ব্লেচলি পার্কের কথা। তার আগে পর্যন্ত গোপনীয়তায় মোড়া ছিল বৃটেনের এই নারী বাহিনীর কথা।
১৯৭৪-এ যার হদিশ দেন উইন্টারবথাম। তিনি নিজেও পরে ‘আল্ট্রা ইনটেলিজেন্স’-এ (এই নামেই ডাকা হতো ওই দলটিকে) যোগ দেন।
উল্লেখ্য, নাৎসি বাহিনীর পতনের পরে এই নারী বাহিনীর অনেকেই বাড়ি ফিরে যান। কেউ কেউ সেনায় যোগ দেন। কারণ গোপনীয়তা রক্ষা করার কাজ ওরা ভলো পারতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।