আমাদের কথা খুঁজে নিন

   

অর্থ পাচার ও সন্ত্রাসীদের অর্থায়ন রোধে এনজিওর জন্য নীতিমালা

অর্থ পাচার এবং সন্ত্রাসীদের অর্থায়ন রোধে এবার বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং অলাভজনক সংস্থা বা প্রতিষ্ঠানের (এনপিও) জন্য নীতিমালা (গাইডলাইন) প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর নির্দেশনা পাঠানো হয়েছে।

এই নীতিমালা অনুযায়ী এখন থেকে অলাভজনক সংস্থা (এনপিও) ও এনজিওকে ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ পরিপালন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ ও ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ অনুযায়ী এনপিও ও এনজিও রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে নতুন এই গাইডলাইন অনুসরণ করার নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।