}-বাংলায় প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল-{
}>-Learn to SEO (Search Engine Optimization){
>>>(সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি)<<<
আজকে আমাদের পঞ্চম ক্লাশ........
আজকের বিষয়- Web 2.0
Web 2.0 হলো একটি ওয়েবসাইট......যেখানে আপনি ফ্রিতে আপনার একটা সাইট খুলতে পারবেন। এবং আপনি যদি চান এখানে প্রিমিয়ার একটা সাইটও খুলতে পারবেন। এস.ই.ওর জগতে এই Web 2.0 এর গুরুত্ব অনেক। আপনি যাই বলেন না কেন এটাকে গুগল খুব দাম দেয়। আর প্রতিটি Web 2.0 সাইটই কাজ করে তাদের ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে, যদিও আপনাকে তারা ফ্রি সাইট খুলতে দিবে।
বিভিন্ন মার্কেটপ্লেসে শুধু Web 2.0 এর কাজ পাওয়া যায়। এবং Web 2.0 এর কাজের রেট প্রতি ঘন্টায় 3-4 ডলারের হওয়া উচিৎ। আর Web 2.0 সাইট খুলতে গেলে 25-30মিনিট সময় বরাদ্দ করে রাখবেন। ঐ হিসাবে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন। অনেকেই দেখি না বুঝে বলে ফেলে যে আমি ঘন্টায় 10 টা করতে পারব ইত্যাদি ইত্যাদি।
যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কিভাবে একটি Web 2.0 সাইটে রেজিষ্ট্রেশন থেকে শুরু করে কিভাবে আপনার কন্টেন্ট সাবমিট করবেন এবং পরবর্তীতে কিভাবে সেই সাইটে কাজ করবেন। তো.....যাত্রা হোক শুরু............
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।
এবং আপনাদের কাজগুলো কত পার্সেন্ট হল, তা যাচাই করার জন্য আমরা একটি জিমেইল একাউন্ট দিব। সেখানে আপনাদের কাজগুলো কি করলেন তার একটি রিপোর্ট দিতে পারেন।
তাহলে আমরা চেক করে দেখতে পারব আপনাদের কাজগুলো ঠিক আছে কি না। বইটির পৃষ্ঠা সংখ্যা 33 এবং সাইজ 2.4 মেগাবাইট..............
আমাদের জিমেইল একাউন্ট হলঃ mhsoftltd@gmail.com
****>>>>বিঃদ্রঃ আরেকটি কথা না বললেই নয়, আমাদের এই ক্লাশ শেষ হবার পর আরও পোষ্ট এবং ক্লাশ হবে। তাই যারা SEO শিখতে চান, তারা যেন এই পোষ্টটি শেয়ার করেন। কারন এক সময় আমাদের পেজে বিভিন্ন পোষ্টের কারনে আর হয়তো খুজেই পাবেন না এই ক্লাশগুলো। আর যদি শেয়ার করেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলেই পাবেন ক্লাশগুলো।
আর আমরা চাই এই ফ্রি শিক্ষাটা ফেসবুক এ সবার মাঝে ছড়িয়ে দিতে..........তাই লাইক, কমেন্ট বা শেয়ার করে আমারে সহযোগীতা করুন।
বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/LNyJYS9sbVin
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/btj3ngxez37546d/Web%202_0.rar
চলবে............. (To Be Continue......)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।