আমাদের কথা খুঁজে নিন

   

অধ্যাপক ডঃ পিয়াস করিমের প্রশংসা না করে পারলাম না।

i love somewhere blog.
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডঃ পিয়াস করিম, সত্তি তার প্রশংসা করতে হয়। কারণটা খুবই সংক্ষেপে বর্ণনা করি। দিন তারিখ স্পষ্ট মনে নেই, গত কিছুদিন আগে আর টিভির রাজনৈতিক বিষক গোলটেবিল নামক অনুষ্টানে উপস্থিত ছিলেন এই বি,এন,পি পস্থী পিয়াস করিম। অনুষ্টানে এই পিয়াস করিম বলেন, ( ২৫ অক্টোবর হতে বর্তমান সরকার অবৈধ)। কিন্তু মজাটা শুরু হয় একটু পরে।

পিয়াস করিমের এইরকম উদৃতির পর অনুষ্টানে লাইভ ভিডিও কলের মাধ্যমে যোগ দেন ডক্টর আকবার আলী খান। পিয়াস করিমের উদৃতির বিপরীতে ডক্টর আকবর আলীখান যা বললেন। ( আমরা বুদ্ধিজীবি ও শিক্ষীত সুশীল সমাজের প্রতিনিধি ও আমারা এখানে এসেছি আইনী ও ন্যায কথা বলতে, ২৫ শে অক্টোবর হতে যদি সরকার অবৈধ হয় তা হলে বি,এন,পি আদালতে কেন যাচ্ছে না) ডক্টর আকবার আলীখান এই কথা বলার সাথে সাথে পিয়াস করিমের মুখটা তাৎক্ষণিক ফ্যাকাসে হয়ে যায়, বিব্রত কর আর লজ্জাজনক আবস্থায় পড়ে যান এই বি,এন,পি পস্থী বুদ্ধিজীবি, অনুষ্টানটি দেখে দেখে খুবই হাসছিলাম আর জমা উপভোগ করতেছিলাম। এই রকম দলীয় অন্ধ বুদ্ধিজীবি ও সুশীল সমাজের প্রতিনিদির আচারণ দেখে, মনে মনে প্রশ্ন জাগে আসলে সুশীল সমাজের প্রতিনিদিত্ব করতে এসেছিন নাকি বি,এন,পি জামাতের দলীয় প্রতিনিদিত্ব করতে এসেছেন। একজন শিক্ষীত ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের অবস্থা যদি এই রকম হয়, দেশের উন্নতি আর সমৃদ্ধি কি ভাবে সম্ভব।

তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রাজনৈতিক বিষয়ে কি এই রকম শিক্ষাদেন? আওয়ামীলীগ সরকার সেই ২০০৯ সালের যেই দিন হতে সরকারের দায়ীত্ব নেন সেই দিন হতে আওয়ামীলীগ সরকারের পেচনে সমালোচনার কারীর হিসাবে ছায়ার মত লেগেছিল। সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার পিয়াস করিমের আছে, তায় বলে কি সরকারের এতগুলো উন্নয়ন, ভালকাজের অন্তত বিন্দুমাত্র প্রশংসা কি তিনি করতে পারে না ? এই কেমন অদ্ভুদ বৈচিত্র বুদ্ধিজীবি আর সুশীল সমাজের প্রতিনিদি। সত্তি প্রশংসা করতে হয় অন্তত একজন বি,এন,পি জামাতের আদর্শ সৈনিক হিসাবে। বিভিন্ন টিভি ও গণমাধ্যমে উচিত রাজনৈতিক ও রাজনৈতিক আলোচনা বিষয়ক অনুষ্টানে এমন অতিতিকে আমন্ত্রণ জানানো যেই অতিতি বা আলোচক দেশের মঙ্গল, শান্তি করতে পাবে, দলীয় অন্ধ ও দলীয় উত্তেজনা হিংসাত্বক মিথ্যা ভুয়া যুক্তিহীন বক্তব্য দেয় এই রকম অতিতিদের অনুষ্টানে আমন্ত্রণ জানানো হতে বিরুত থাকা্ উচিত। অন্তত দেশের ও দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.