আবারও বিমান বন্দরে সোনা আটক করেছে নিরাপত্তা সংস্থা। এবার ৫ কেজি সোনাসহ ভারতের ২ নাগরিককে আটক করা হয়েছে। আজ শনিবার ভোরে ছয়টি সোনার বারসহ তাদেরকে আটক করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. কামরুল হাসান।
আটককৃতরা হলেন, জীগনেস কুমার (২৫) ও দীনেশ মংগীলাল (২৭)। তারা ঢাকা-দুবাই-কোলকাতা রুটের বিমান ইতেহাদের ফ্লাইটে ঢাকা এসে নামে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে কাস্টমস তল্লাসি করে এ সোনা উদ্ধার করে। পাঁচটি সোনার বারের ওজন পাঁচ কেজি। সেই সঙ্গে তাদের দেহে আধা কেজি ওজনের সোনা ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।