আমাদের কথা খুঁজে নিন

   

‘ইয়াং লিডার প্রোগ্রাম ২০১৩’ শুরু করছে এয়ারটেল

তরুণদের বাছাই করে ব্যবস্থাপনা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোর কর্মসূচি ‘ইয়াং লিডার প্রোগ্রাম ২০১৩’ শুরু করতে যাচ্ছে এয়ারটেল। প্রতিষ্ঠানটির এ কর্মসূচি তৃতীয় বছরে গড়াল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এতে অংশগ্রহণের সুযোগ থাকছে।
এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যত্ নীতিনির্ধারক হিসেবে গড়ে তুলতেই প্রতিবছর ‘ইয়াং লিডার প্রোগ্রাম’ আয়োজন করা হয়।
আজ ২৩ নভেম্বর চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এবং ৩০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তরুণ নেতৃত্ব খোঁজে কর্মসূচি চালাবে এয়ারটেল। পরবর্তী সময়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এয়ারটেলের ওয়েবসাইটের ক্যারিয়ার পেজ ও ফেসবুকে এয়ারটেলের ইয়াং লিডার পেজে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.