আমাদের কথা খুঁজে নিন

   

মহিলার পেটে ১৮ কেজি ওজনের টিউমার

নোয়াখালী জেলার পৌর এলাকার সোনাপুরে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসকরা গতকাল রাতে অপারেশন করে এক মহিলা রোগীর পেট থেকে ১৮ কেজি ওজনের একটি টিউমার বের করেছেন।

অপারেশনের পর রোগী জেসমিন আক্তার সুস্থ আছেন বলে জানা যায়।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং এলাকার হতদরিদ্র পরিবারের গৃহিনী জেসমিন আক্তার দীর্ঘ দিন যাবত টিউমার জনিত সমস্যায় ভূগছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার পারিবারিক অবস্থার কথা জানতে পেরে বিনামূল্যে এ অপারেশন করেছেন এবং যাবতীয় ওষুধ সরবরাহ করছেন। তিনি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জসিম উদ্দিনের তত্ত্বাবধানে আছেন।

এ ব্যাপারে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জসিম উদ্দিন জানান, দীর্ঘ ২ঘণ্টা ৩০ মিনিট অপারেশন করে এ টিউমারটি জেসমিনের পেট থেকে বের করেন। টিউমারটির আকার অস্বাভাবিক হওয়ায় মূলত সময় বেশি লেগেছে। রোগীর অবস্থা উন্নতির দিকে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.