ময়মনসিংহের গফরগাঁওয়ে চলতি প্রাথমিক সমাপনী এক পরীক্ষার্থী শিশুকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
নিহত শিশু ইমরান হোসেনের (১৩) বাড়ি পাশ্ববর্তী একই জেলার নান্দাইল উপজেলার মাদারিনগর গ্রামে। তাঁর বাবার নাম আমানউল্লাহ। তিনি স্থানীয় কাঠের স'মিলের শ্রমিক।
আজ দুপুরে গফরগাঁওয়ের চরমছলন্দ পশ্চিমপাড়া গ্রামের সাইফুল নামে এক ব্যক্তির মুগকেলাই ক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নান্দাইলের আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়া ইমরান হোসেন বাড়ি থেকে সুপারি বিক্রি দিতে স্থানীয় হাটে আসে। পরে রাতে সে বাড়ি ফিরে যায়নি। আজ গফরগাঁওয়ের চরমছলন্দ পশ্চিমপাড়ার একটি কেলাই ক্ষেতে এক অজ্ঞাত এক শিশুর গলাকাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
আজ বিকেলে নান্দাইলের মাদারিনগর গ্রাম থেকে নিহতের পারিবারিক লোকজন গফরগাঁও থানায় উপস্থিত হয়ে তাঁর লাশ সনাক্ত করেন। এ ব্যাপারে গফরগাঁও থানার এস আই তাজুল ইসলাম জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা যাচ্ছে।
তবে তদনে্তর স্বার্থে বিস্তারিত কিছু বলা এই মুহুর্তে সম্ভব না। নিহত স্কুল ছাত্রের চাচা সানাউল্লাহ জানান, এই অবুঝ শিশুর শত্রু থাকতে পারে তা বিশ্বাস করতে পারছি না বলে কেঁদে উঠেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।