ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ সিনেমা হলে অসামাজিক কার্যকলাপ ও মাদক সংক্রান্ত কারণে অভিযোগে ৯ যুবক-যুবতীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, গফরগাঁও পৌরশহরে পশু হাসপাতাল রোডের অবস্থিত রুপান্তর সিনেমা হলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে হল থেকে ৭ যুবক ও ২ যুবতীকে গ্রেফতার করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল বারী গফরগাঁও থানার ভেতরে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। দীর্ঘদিন যাবত রুপান্তর সিনেমা হলের ভেতরে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী রুপান্তর সিনেমা হলটিও সিলগালা করে দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।