আমাদের কথা খুঁজে নিন

   

গফরগাঁওয়ে ২ সন্ত্রাসী গ্রেফতার, দাপিয়ে বেড়াচ্ছে মদদদাতা

বাংলাদেশ প্রতিদিনে গত ১ ডিসেম্বর 'ছয় পরিবারের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে হালচাষ' শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশের পর পাগলা থানা পুলিশ মঙ্গলবার রাতে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ ধান কাটার মামলাও রয়েছে বলে জানা গেছে। তবে সন্ত্রাসী তান্ডবের মদদদাতা উপজেলার লামকাইন গ্রামের প্রভাবশালী মুজতবা জুয়েল এখনো রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।

অভিযোগ উঠেছে, ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনকে মুজতবা জুয়েল প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে বাড়ি ছাড়া অনেকেই।

খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ লামকাইন গ্রামে প্রতিদিন সশস্ত্র মহড়া দিচ্ছে জুয়েল বাহিনী।

অপরদিকে স্থানীয় নাছির হায়দার সোহাগ নামে একজন অভিযোগ করে বলেন, তার জমি থেকে সন্ত্রাসীরা ধান কাটতে দিচ্ছে না। একই অভিযোগ সন্ত্রাসিদের ভয়ে বাড়িছাড়া কৃষক নাজিম উদ্দিনের। এ ব্যাপারে মুজতবা জুয়েলের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। পাগলা থানার ওসি কামাল হোসেন জানান, মুজতবা জুয়েলের ব্যাপারে মৌখিক অভিযোগ শুনেছি।

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.