আমাদের কথা খুঁজে নিন

   

গফরগাঁওয়ে ত্রিমুখি সংর্ঘষে আহত ৫০

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে আওয়ামীলীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষে পুলিশ কনষ্টেবলসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সংর্ঘষ চলে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ছুঁড়ে।

জানা যায়, গতকাল বিএনপির বিক্ষোভ মিছিলের কর্মসূচীর সময় দলীয় কিছু সশস্ত্র নেতা-কর্মীরা গফরগাঁও রেলষ্টেশনের দোকানপাটে হামলা চালায়। পরে আওয়ামীলীগ নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া দিলে শুরু হয় সংর্ঘষ।

এতে পুলিশ কনষ্টেবল রুবেলসহ কমপক্ষে অর্ধশত আহত হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংর্ঘষ চলাকালে শিবগঞ্জ রোডের একটি তুলার গুদামে আগুণ ধরিয়ে দেয় আওয়ামীলীগ কর্মীরা। পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। থানার ওসি আব্দুল মোতালেব জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.