ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এক সালিশি বৈঠক শেষে আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই আব্দুল কাদির।
আজ উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আব্দুল কাদির (৪৮) ও চাচাতো ভাই নূর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে ভিটে-বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনাটি আপোস মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্যদের নিয়ে কাদিরের বাড়িতে সকালে সালিশ বৈঠক বসে।
এ সময় সালিশের সিদ্ধান্ত নিয়ে উভয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়লে নূর হোসেন উত্তেজিত হয়ে বড় ভাই কাদিরকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে কাদির গুরুতর আহত হন। পরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।