আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় গৃহযুদ্ধে নিহত ১১ হাজার শিশু

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। লন্ডনভিত্তিক অক্সফোর্ড রিসার্চ গ্রুপ এ প্রতিবেদনটি তৈরি করেছে। ‘স্টোলেন ফিউচার্স- দি হিডেন টোল অব চাইল্ড ক্যাজুয়ালিটিজ ইন সিরিয়া’ নামের এই প্রতিবেদনটি রোববার বিবিসিতে প্রকাশ করা হয়েছে। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় শিশুদের কিভাবে হত্যা করা হয় তার উপর এটিই প্রথম বড় ধরনের প্রতিবেদন।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১১ হাজার ৪২০ শিশুকে হত্যা করা হয়েছে। নিহত এসব শিশুর বয়স ১৭ বছর বা এর কম। এর মধ্যে ৩৮৯ জনকে ভয়ংকর স্নাইপার বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া হত্যার আগে অনেক শিশুকে নির্যাতন করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.