যখন সাইক্লোনে সাগরের সব ঢেউ উত্তাল হয়ে গর্জায় গোপনে সবাইকে বলি, আমি ত খোলসে লুকিয়ে থাকা কোন ভীতু শামুক নই।
বেঁচে উঠি আমরা, জেগে থাকে ভোর
নিশ্চল পদে পাড়ি দিয়ে চলি মুহূর্তের করিডোর।
ব্যার্থ জীবনের স্বপ্ন এখানে বৃথা কাব্য হয়ে রয়,
স্বর্গমোহে আটকে সবাই, নরকে যাপ্ত জীবনভর।
আমরা বাস্তব, আমরা জীবন্ত।
বলি নক্ষত্ররা তো সব গ্রহেরই শেকলঘর!
অভিশপ্ত এ গ্রহের পাপের বলয়ে নিঃশ্বাস নিয়ে হই বিরক্ত
চার দেয়ালের বদ্ধ কুঠুরিতে আটক কয়েদির মত নিগৃহীত।
প্রশ্ন করি বিধাতা,
লক্ষ কোটি মৃতের বোঝায় এই ধরণী কেন আজ অপবিত্র?
আদিজননীর ঔরস মোরা; হই একে অপরের কেন ভৃত্য!
জনৈক রুয়েটিয়ানের ব্লগ
১০ অগ্রহায়ণ ১৪২০ বঙ্গাব্দ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।