আমাদের কথা খুঁজে নিন

   

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

সমাজ থেকে কল্পিত দ্বন্দগুলো দূর হোক।

গীতিমাল্য ৬৭ রবীন্দ্রনাথ ঠাকুর যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে । সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, আকাশপানে হাত বাড়ালেম কাহার তরে । অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি । ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি । সকালবেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছ তুমি এ কি ঘরভরা মোর শূন্যতারি বুকের ’পরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।